ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন। এর মাঝে শোনা গিয়েছিল, তিনি শীঘ্রই আবার চলচ্চিত্রে ফিরবেন। সে জন্য নিয়মিত শরীর চর্চা করেছেন তিনি। নতুন খবর শুনা যাচ্ছে, দ্বিতীয়ব সন্তানের মা হতে যাচ্ছেন মাহি।
সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি তুমি আর আমাদের ২ টা ফুল।
এই স্ট্যাটাস দেখে অনেকেই ভাবছেন, সম্ভবত নায়িকা নিজেকে, তার স্বামী রকিব সরকার, ছেলে ফারিশ ও অনাগত সন্তানের কথাই বুঝিয়েছেন।
তবে কোনো কিছু খোলাসা না করে রহস্য উসকে দিয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। মাহির এই স্ট্যাটাস ঘিরে শুভকামনা জানাতে ভুলছেন না মাহির সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
কমেন্টে চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, যা ভাবছি তাই যদি হয়, তাহলে অভিনন্দন। জবাবে রহস্য রেখে শুধু ইমোজি দিলেন মাহি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে পোস্টে করে মা হওয়ার কথা প্রকাশ করেন তিনি।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ