patrika71
ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

দর্শকের দিকে মাইক্রোফোন ছুড়ে মারেন গায়িকা

বিনোদন ডেস্ক
আগস্ট ১, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে একটি লাইভ কনসার্টে পারফর্ম করছিলেন কার্ডি বি। শনিবার মার্কিন এ র‌্যাপারের সঙ্গে ব্যতিক্রম কিছু ঘটেছে। তবে সঙ্গে সঙ্গে সমুচিত জবাব দিয়েছেন কার্ডি বি। এদিন কমলা রঙের গাউন পরে কনসার্টে পারফর্ম করছিলেন কার্ডি বি। ‘বোডাক ইয়োলো’ শিরোনামের গানটি যখন গাইছেন তিনি, তখন স্টেজের সামনে থাকা এক দর্শক তার দিকে ড্রিংকস ছুড়ে মারেন।

কার্ডি বি এ ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন। বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই হাতে থাকা মাইক্রোফোন ছুড়ে মারেন সেই শ্রোতার দিকে। ঐ ব্যক্তির উদ্দেশে চিৎকার-চেঁচামেচিও করেন তিনি।তারকার এই কাণ্ডে হতবাক হয়ে যান উপস্থিত ভক্ত ও নিরাপত্তারক্ষীরা। সোশ্যাল মিডিয়ায় পপ তারকার এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা।

কেউ বলেন, কার্ডি বি’র এমন কাজ করা উচিত হয়নি। আবার অনেকে মনে করছেন, দর্শক বলেই কি যা খুশি তাই করা যায়! কার্ডি যা করেছেন, ভালো করছেন।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ