২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর তাঁর বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে রীতিমতো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল তাঁকে নিয়ে নেটিজেনদের কাটাছেঁড়া। মাদক মামলায় গ্রেফতারও করা হয়েছিল রিয়া ও তাঁর ভাইকে। সবমিলিয়ে ঘোর সমস্যায় জর্জরিত হয়েছিলেন তিনি। তবে এবার সেই মাদক মামলায় কিছুটা স্বস্তি পেলেন অভিনেত্রী। এনসিবি জানিয়ে দিল যে, মাদক মামলায় অভিনেত্রীকে যে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে, সেই রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন না তাঁরা।
সূত্রের খবর, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু, যিনি এনসিবি-র পক্ষ থেকে বম্বে উচ্চ আদালতে হাজির হয়েছিলেন, তিনি বিচারপতি এএস বোপান্না এবং এমএম সুন্দরেশকে বলেছেন যে, এনসিবির পক্ষ থেকে জামিনের রায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে না। এরপর বিচারপতিদের বেঞ্চ বলে, “এই পর্যায়ে চ্যালেঞ্জের প্রয়োজন নেই ঠিকই। তবে আইনের রাস্তা সবসময় খোলা থাকবে। হাইকোর্টের এই রায়কে অন্য কোনও মামলার নজির হিসেবে গ্রহণ করা হবে না। এনসিবির এই রায়কে চ্যালেঞ্জ না করায় রিয়া চক্রবর্তী যে অনেকটাই স্বস্তি পেলেন, সে কথা বলাই বাহুল্য।
সম্প্রতি এক জনপ্রিয় রিয়েলিটি শোয়ের হাত ধরে মূল স্রোতে ফিরছেন অভিনেত্রী। তবে আজও ভোলেননি প্রাক্তন প্রেমিককে। সুশান্তের জন্মদিনেও তাঁর স্মৃতিচারণ করেছিলেন রিয়া।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ