ঢাকায় সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের পুত্র রাজ্য অসুস্থ। ছেলেকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়েছেন পরীমণি।
রোববার (২ জুলাই) বিকালে চিত্রনায়িকা পরীমণি ফেসবুকে একটি পোস্ট করেন। একটি স্ট্যাটাসে দিয়ে পরীমণি জানান, রাজ্য অসুস্থ। তাকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন তিনি।
তবে ছেলের কী হয়েছে তা জানাননি পরীমণি। কমেন্ট বক্সে অনেকে এ প্রশ্ন রাখলেও সাড়া দেননি তিনি। তবে পরীমণি ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার ছেলের সুস্থতা কামনা করছেন।
২০২১ সালে ১৭ অক্টোবর রাজকে গোপনে বিয়ে করেন পরীমণি। গত ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একই বছরের ১০ আগস্ট এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় পুত্র রাজ্য।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ