patrika71
ঢাকামঙ্গলবার , ২৭ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অ্যাওয়ার্ড পেলেন প্রিয়মনি

বিনোদন ডেস্ক
জুন ২৭, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’র ২১ তম আসরে রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেলেন নবাগত অভিনেত্রী প্রিয়মনি। রোববার (২৫ জুন) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।

অ্যাওয়ার্ড পাওয়ার পর নিউইয়র্ক থেকে প্রিয়মনি বলেন, দেশের বাইরে প্রথমবারের মতো আমি কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমি পুরুষ্কার পেয়ে খুবই আনন্দিত। এর আগে দেশের বাইরে আমি কখনো কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যাইনি। আমি মনে করি দেশের বাইরে যদি কোন বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে থাকে তাহলে সেটা ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এত বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের মাঝ থেকে আমি নতুন শিল্পী হিসাবে অ্যাওয়ার্ড পেলাম যার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছিনা।

উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম,সাজু খাদেম।জেমস,প্রতিক হাসান, জায়েদ খান, তাহসান, কেয়া পায়েল, রেশমি মির্জা সহ আরোও একঝাঁক তারকা শিল্পী অংশ নেন।

জানা গেছে আগামী ১ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয় পর্বেও ঢাকা থেকে যাওয়া একঝাঁক তারকাশিল্পী অংশ নেবেন।

পত্রিকা একাত্তর / মাসুূদ পারভেজ