patrika71
ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক
জুন ২৪, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের একঝাক তারকা এই মুহূর্তে আলো ছড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে। কোনো সিনেমা বা নাটকের শুটিংয়ে নয়, তারা সেখানে গেছেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে পারফর্ম করতে। এবার এই অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলেন জায়েদ খান। বিষয়টি সামাজিক মাধ্যমে জায়েদ নিজেই জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে শুক্রবার (২৩ জুন) ভোরের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন জায়েদ খান। এর আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যাচ্ছি। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেব। সেখানে পারফর্ম করতে হবে আমাকে।

গত বিশ বছর ধরে দেশটিতে আয়োজন করা হচ্ছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। গতবারের মতো এবারের আসরও বসছে নিউইয়র্কের কুইন্সের জামাইকা অ্যামাজুরা হলে। ১ জুলাই অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ড।

এবার ঢালিউড অ্যাওয়ার্ডে থাকবেন মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, চিত্রনায়িকা পূজা চেরি, গায়ক প্রতীক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা। প্রতিবারের মতো এবারও ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের পুরস্কার দেওয়া হবে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ