বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। একসময় কাজ করেছেন নীল সিনেমার জগতে। সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে স্বামী-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তিন পালিত সন্তানকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন সানি লিওনি।
বলিউড চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা ভাটের বিয়ের রিসেপশনে যাওয়ার আগে পরিবারের সঙ্গে এই ছবি তুলেছেন অভিনেত্রী। আকাশি নীল রংয়ের লেহেঙ্গা পরে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। কানে হিরের বেশ বড় দুল। সানির দুই ছেলে নোহা এবং আশেরও একই রকমের সবুজ কুত্তা পাজামা পরেছে। ছোট্ট নিশা পরেছে উজ্জ্বল হলুদ এবং গোলাপি রঙের লেহেঙ্গা। জালিয়েলের পরনে ছিল সিল্কের কুর্তার সঙ্গে নীল শেরওয়ানি।
ক্যাপশনে লিখেছেন, এই প্রথম কোন বিয়ে বাড়িতে তারা গোটা পরিবার একসঙ্গে যাচ্ছেন। বিয়ের জন্য আমাদের প্রথম পারিবারিক সফর। অভিনেত্রী নিজের একটি আলাদা ছবিও পোস্ট করেছেন। সানির এসব পোস্টে প্রশংসা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ