patrika71
ঢাকাবুধবার , ১৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নুসরাত ফারিয়ার সাথে নাচলেন আফরান নিশো

বিনোদন ডেস্ক
জুন ১৪, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

আসছে ঈদুল আজহায় বড়পর্দায় মুক্তি পাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত প্রথম পূর্ণদৈঘ্য সিনেমা ‘সুড়ঙ্গ’। এ সিনেমায় চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে জুটি বেঁধেছেন নিশো। এরই মধ্যে সিনেমার অধিকাংশ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে প্রকাশ হয়েছে এর টিজার ও পোস্টার। সোমবার অন্তর্জালে উন্মুক্ত হলো ‘সুড়ঙ্গ’র আইটেম গান ‘কলিজা আর জান’। 

প্রযোজনা প্রতিষ্ঠান চরকির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া এই গানের মূল নায়িকা নুসরাত ফারিয়া হলেও, চমক দেখালেন নায়ক আফরান নিশো। ফারিয়ার কোমর দোলানোর তালে টিভি পর্দার এই ভার্সেটাইল অভিনেতা যেভাবে নিজেকে উদ্দাম নাচালেন, তা উপভোগ্য বটে। নিশোর বিপরীতে গানজুড়ে ফারিয়ার নাচের মুদ্রা আর শরীরী ভাষাও ছিল দৃষ্টিনন্দন।

গানটি ইউটিউবে প্রকাশের পর এটি নিয়ে চলছে তুমুল আলোচনা। সবাই প্রশংসা করছে নিশোর। বাদ যায়নি ফারিয়ার কথাও। আইটেম গানের তার উপস্থিতিও সবার মন কেড়েছে।

পরিচালক রায়হান রাফি বলেন, যে ঘরানায় গানটি করা হয়েছে এমনটি আগে দেশে হয়নি। অনেকটা বম্বে স্টাইলে দৃশ্যায়ন করা হয়েছে গানের ভিডিওটির। নাজিম উদ দৌলার গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

রাফী আরোও জানান, আগামী ২০ জুনের মধ্যে সিনেমাটি জমা দেবেন ছাড়পত্রের জন্য।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ