সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনার পর অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির দাম্পত্য জীবনের অশান্তি ও কলহ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছিলেন দুজনই। একে অন্যের দিকে অভিযোগের তীর ছুড়েছেন। এমনকি বিবাহ বিচ্ছেদের ইঙ্গিতও দিয়েছিলেন রাজ-পরী। এ নিয়েই নেটদুনিয়া তোলপাড়।
সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ২০ দিন পর আবারও পরীমনির বাসায় ফিরলেন অভিনেতা রাজ। শনিবার (১০ জুন) দিবাগত রাতে পরীমনির বাসায় যান তিনি। পরীমনির এক ফেসবুক ভিডিও পোস্টে দু’জনকে এক সাথে দেখা গেছে। ছেলে রাজ্যের ১০ মাস পূর্তিতে কেক কাটছেন রাজ ও পরী।
সেখানে পরিবারের অন্যদের সাথে রয়েছেন শরিফুল রাজ। ওই ভিডিওতে রাজ ও পরীমনিকে পাশাপাশি বসে তাদের হাসতে দেখা গেছে। ওই ভিডিওর সাথে ক্যাপশনে পরীমনি লিখেছেন, আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের ১০ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যস এতটুকুই।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ