patrika71
ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

দেশের ২০টি হলে মুক্তি পেল “যেমন জামাই তেমন বউ”

বিনোদন ডেস্ক
জুন ৯, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি শুক্রবার, ৯ জুন দেশের ২০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মৌ খান।

নিচে হল লিস্ট দেয়া হলো |

০১। চিত্রা মহল- ঢাকা
০২। আনন্দ সিনেমা – ঢাকা
০৩। গীত – ঢাকা
০৪। নিউ গুলশান – কেরানীগঞ্জ
০৫ বর্ষা – জয়দেবপুর
০৬। চন্দ্রিমা সিনেমা হল – শ্রীপুর,গাজীপুর
০৭। সেনা অডিটোরিয়াম – সাভার
০৮। চাঁদমহল সিনেমা- কাচপুর
০৯। নিউ মেট্রো সিনেমা হল – নারায়ণগঞ্জ
১০। ছায়াবানী – ময়মনসিংহ
১১। অভিরুচি সিনেমা হল – বরিশাল
১২। নন্দিতা -সিলেট,
১৩। সোনিয়া -বগুড়া
১৪। পান্না সিনেমা হল- মুক্তারপুর মুন্সিগঞ্জ
১৫। তাজ – নওগাঁ
১৬। রূপসী – ভোলা
১৭। পূর্ণিমা-কোম্পানিগঞ্জ সিলেট
১৮। মমতা সিনেমা হল- মাধবদী নরসিংদী,
১৯। ভিক্টোরিয়া – শ্রীমঙ্গল
২০। সাধনা – রাজবাড়ী

যেমন জামাই তেমন বউ’ সিনেমায় জামাই তথা নায়কের ভূমিকায় আছেন ডিপজল; আর তার বউ অর্থাৎ নায়িকা মৌ খান। এছাড়াও অভিনয় করেছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খান প্রমুখ।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ