ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবার ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর শুভেচ্ছাদূত হলেন। সোমবার (৫ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে বেশকিছু ছবি দিয়ে বিষয়টি জানিয়েছেন পরীমনি নিজেই।
ছবির ক্যাপশনে এই নায়িকা লিখেছেন, ফিরলাম, নগদে। ছবিতে নগদের চুক্তিপত্রে স্বাক্ষর করতে দেখা যায় তাকে। এ সময় নগদের মার্কেটিং বিভাগের প্রধান সাদাত আহমেদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পরীমনি বলেন, নগদের সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলাম। শিগগিরই বিস্তারিত জানানো হবে এখানে কি কি করবো আমি।
উল্লেখ্য, গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘মা’ সিনেমাটি। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ