patrika71
ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

২৪৬ কোটি ৭৮ লাখ টাকায় বিলাসবহুল বাংলো কিনলেন উর্বশী

বিনোদন ডেস্ক
জুন ৪, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে একটি নতুন বাংলো কিনেছেন উর্বশী। বলিউড পরিচালক আদিত্য চোপড়ার বাংলোর পাশেই উর্বশীর নতুন বাংলো বলে জানা গেছে। সুসজ্জিত পাঁচতলা বিশিষ্ট বাংলো যার দাম ১৯০ কোটি রুপি। বাংলদেশি টাকা ২৪৬ কোটি টাকা।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের অভিজাত এলাকায় এটি অবস্থিত। যশ চোপড়া এখন উর্বশীর পড়শী। পাঁচতলা বিশিষ্ট প্রাসাদ সম এই বাংলোতে রয়েছে ব্যক্তিগত জিম, বড় একটি বাগান, বিস্তৃত উঠোন। উর্বশীর এই উঠোনটি যশ চোপড়ার বাড়ির উঠোনের সঙ্গে যুক্ত।

আধুনিক ডিজাইনের বাড়িটি কিনতে ব্যয় করেছেন ১৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি)। এরই মধ্যে নতুন বাড়িতে উঠেছেন উর্বশী।

সূত্রের খবর সাত-আট মাস আগে থেকেই নতুন বাড়ির খোঁজ শুরু করেছিলেন উর্বশী। শুরুতে লোখান্ডওয়ালাতে একটি প্রপার্টি পছন্দ হয়েছিল অভিনেত্রীর, তবে শেষমেশ জুহুতেই থাকার কথা মনস্থির করেন উর্বশী। তবে এই খবর ছড়িয় পড়ার পরেই প্রতিবাদ করেছেন উর্বশীর মা মীরা রাউতেলা। তার দাবি, এই খবরটি ঠিক নয়। যদিও তিনি প্রার্থনা করেছেন, এমন দিন যেন দ্রুতই আসে।

উর্বশীর নতুন বাড়ি কেনার খবর ফাঁস হতেই নেটপাড়ায় তুমুল চর্চা।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ