সিনেমায় দুইযুগ পূর্ণ হলো ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের। ১৯৯৯-এর ‘অনন্ত ভালোবাসা’ থেকে শুরু হয়ে ২০২৩-এ ‘লিডার আমিই বাংলাদেশ’। আজ ক্যারিয়ারের ২৪ বছর পূর্ণ করলেন তিনি।
চলচ্চিত্রের দুই যুগ পার করা এই নায়ক পার করছেন দারুণ সময়। যে সময়ের জন্য একদিন তিনি স্বপ্ন দেখতেন, যে স্বপ্ন তাকে ঘুমুতে দিত না। নারায়ণগঞ্জ থেকে এফডিসি, এফডিসি থেকে কাকরাইল, পরিচালকদের দুয়ারে দুয়ারে হানা- সবই করেছেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি রাজ করছেন এ অঙ্গনে।
১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পায় সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’। সেই ছবিতে নায়ক হিসেবে অভিষেক হওয়া হ্যাংলা-পাতলা ছেলেটাই একদিন চলচ্চিত্রে রাজ করবেন- এমনটা কেউ ভাবেননি। সাফল্য ও দর্শকপ্রিয়তার বিচারে শাকিব খানের ধারে-কাছেও কোনো নায়ককে পাওয়া যাবে না।
তবে দীর্ঘ এই ক্যারিয়ারে প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এবং পরে শবনম বুবলীকে গোপনে বিয়ে করে কম সমালোচিত হননি ঢালিউড সুপারস্টার। দুই ছেলে আব্রাহাম খান জয় এবং শেহজাদ খান বীরের জন্মও হয় গোপনে। বিতর্ক হয় তা নিয়েও। যদিও নায়কের দাবি, নাম খারাপ করার জন্য কিছু লোক তার পেছনে লেগেছে। তারা ষড়যন্ত্রে লিপ্ত।
একই দাবি করেন কিং খানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও। শাকিব খানের ক্যারিয়ারের ২৪ বছর পূর্তিতে তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ শোবিজের নানা মানুষ। একই সাথে সাধারণ মানুষও জানিয়েছেন অভিনন্দন।
অভিনয় ক্যারিয়ারে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই নায়ক। এছাড়াও তার ঝুড়িতে রয়েছে অসংখ্য সাফল্য।
প্রযোজনায়ও নাম লিখিয়েও পেয়েছেন সাফল্য এই নায়ক। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ থেকে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’, বীর -এর মতো হিট সিনেমা উপহার দেন তিনি।
আসন্ন ঈদুল আজহার জন্য ’প্রিয়তমা’ নামে একটি ছবির শুটিং করছেন শাকিব। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফ বানাচ্ছেন ছবিটি। এতে তার সহশিল্পী হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ