৭৬তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী উৎসবের দিনে অভিষেক হয় সানি লিওনের। উদ্বোধনী দিনে তাকে সবুজ গাউনে দেখা যায়। এরপর গোলাপি রঙের গাউন পরে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। সবশেষ কান উৎসবের লালগালিচায় তাকে মেরুন রঙের গাউনে দেখা গিয়েছে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একের পর ছবি শেয়ার করেন সানি। কানের লালগালিচায় এই গ্ল্যামার লুকের জন্য নেটিজেনদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছেন সানি।
কান উৎসব উপলক্ষ্যে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে ফ্রান্সে আসেন তিনি । ফ্রান্সে আসার পর, স্বামী ড্যানিয়েলের পাশে বসে তার গাড়ি থেকে একটি ভিডিও শেয়ার করেন।
সানির অভিনীত সিনেমা ‘কেনেডি’ এবার ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। এবার কান চলচ্চিত্র উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে ‘কেনেডি’। সিনেমার প্রিমিয়ারে পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ