ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ফেরদৌস দীর্ঘ ১৫ বছর পর গ্রামের বাড়িতে আসলেন। বুধবার সকাল ১১টায় তার নিজ গ্রাম কুমিল্লার তিতাস উপজেলার কাপাশকান্দি আসলে তাকে একনজর দেখার জন্য শিশু, কিশোর ও নারী-পুরুষসহ হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।
তিতাসের নিজ গ্রামে শুভেচ্ছা সিক্ত চিত্রনায়ক ফেরদৌস কুমিল্লার তিতাস উপজেলার কাপাশকান্দি নিজ গ্রামে এসে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হলেন ফেরদৌস আহমেদ।
জানা যায়, ২০২২ সালে কাপাশকান্দি মডেল একাডেমির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই স্কুলে আজ প্রধান শিক্ষক, অফিস সহকারী, দপ্তরি ও আয়া নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শূন্য পদে নিয়োগ চুড়ান্ত করার লক্ষ্যে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নায়ক ফেরদৌস আজ বুধবার তার নিজ গ্রামে আসেন। নিয়োগ পরীক্ষার পর ফলাফল ঘোষণা করে আবার আমি ঢাকা চলে যাবো।
পত্রিকা একাত্তর / মাসুূদ পারভেজ