প্রতারণার মামলায় বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (২২ মে) এ বিষয়ে আবেদনের শুনানি শেষে ১০ হাজার টাকার মুচলেকায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন নোবেলের জামিন মঞ্জুর করেন। সোমবারই হাজত থেকে মুক্তি পান নোবেল। তারপরেই তিনি ক্ষমা প্রার্থনা করেন।
এর আগে সোমবার ডিবির পরিদর্শক হুমায়ুন কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। সেই সঙ্গে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন নোবেলের জামিন চেয়ে আবেদন করেন।
এর আগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছিলেন , বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন ব্যক্তির যোগসাজশে মাদকের লাইসেন্স নেন নোবেল, যা দিয়েই তিনি মাদক কিনে নিয়মিত গ্রহণ করতেন। এর আগে, প্রতারণার অভিযোগ ও মামলায় গত শনিবার (২০ মে) নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ