patrika71
ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

গায়ক নোবেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

বিনোদন ডেস্ক
মে ২০, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় গায়ক গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয়।

সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কখন কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। শনিবার (২০ মে) নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মতিঝিল থানায় নোবেলের নামে মামলা করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোবেলের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থায় তদন্ত চলছে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ