বিয়ের আগে অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ধুপিয়া


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৭/০৫/২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ /
বিয়ের আগে অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ধুপিয়া

বলিউডের জনপ্রিয় তারকা নেহা ধুপিয়া ২০১৮ সালে হঠাৎ করেই অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। তড়িঘড়ি বিয়ের কারণ, নেহা ছিলেন অন্তঃসত্ত্বা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেহা জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবর বাড়িতে জানা জানির পর নেহার বাবা-মা বিয়ে করার জন্য তাকে মাত্র ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন। তিনি বলেন, আমি যখন আমার বাবা-মাকে আমার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালাম তখন মা শুনে বললেন, ভালো খবর। তারপর বললেন, তোমাকে আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি বিয়ে করে নিতে হবে। তাই আমার কাছে ঠিক আড়াইদিন সময় ছিল। ওই সময়ের মধ্যে আমায় মুম্বাই ফিরে বিয়ে করতে হত।

নেহা আরও জানান, কীভাবে ওই সময়ের মধ্যে আমার পরিবারের সকলে মুম্বাই ফিরে তড়িঘড়ি বিয়ের প্রস্তুতি শুরু করেন। কীভাবে ওই সময়ের মধ্যে বিয়ের লেহেঙ্গা, গজরাসহ নানান রীতিনীতির জন্য প্রস্তুতি নিতে হয়েছিল।

তবে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রলও হতে হয় নেহাকে। লোকজন খুব খারাপভাবে ট্রল করা শুরু করেছিলেন। অথচ আমার পছন্দ যখন কারও কোনো সমস্যা তৈরি করছে না, তাহলে অসুবিধা কোথায়! আপনি যেটাতে ভালো থাকেন, সেটা করতেই পারেন, যদি সেটা কারোর ক্ষতি না করে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ মে মুম্বাইয়ের গুরুদুয়ারাতে বিয়ে করেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। ওই বছরই নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন নেহা।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ