ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরীমনির সঙ্গেই রয়েছে তার ছেলে রাজ্য।
রোববার দিনগত রাত তিনটার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অসুস্থতার বিষয়টি পরীমনি নিজেই নিশ্চিত করেছেন।
পরীমনির স্ট্যাটাস থেকে জানা গেছে, তার জ্বর। শরীর বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আর হাসপাতালের বেডে মায়ের সঙ্গে ঘুমিয়ে আছে ছোট্ট রাজ্য।অসুস্থ অবস্থায়ও ছেলের প্রতি দায়িত্ব থেকে দূরত্বে যাননি তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই ছেলের দেখাশোনা করছেন।
এই খবর সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই তাঁর ভক্তরা অভিনেত্রীর আরোগ্য কামনা করতে থাকেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ