patrika71
ঢাকাসোমবার , ১৫ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

চিত্রনায়িকা পরীমনি জ্বরে ভুগছেন

পত্রিকা একাত্তর
মে ১৫, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। প্রায় সময়ই নিজের ব্যক্তিগত, ভালো-মন্দ সব খবরই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।এবার ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অসুস্থতার খবর জানালেন এই নায়িকা।

শনিবার (১৩ মে) নিজের ফেসবুকে পরীমনি লিখেছেন, জ্বর ১০৩! ইতোমধ্যে খবরটি শুনে কমেন্টবক্সে নায়িকার সুস্থতা কামনা করেছেন তার ভক্ত-অনুরাগীরা।

পোস্টটি দেয়ার সঙ্গে সঙ্গেই হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। একজন লিখেছেন, সুস্থতা কামনা করি! আরেক ভক্ত লেখেন, ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবে। নায়িকার এক ভক্ত লিখেছেন, আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক আমিন। অনেকে আবার দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দিয়েছেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমাটি। ১৯ মে বিশ্ব মা দিবসে দেশের পেক্ষাগৃহে মুক্তি পাবে। বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে ৭৬তম কান চলচ্চিত্রে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মেও প্রিমিয়ার হতে যাচ্ছে ছবিটির।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ