patrika71
ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

মিমির ইচ্ছেপূরণ করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
মে ১০, ২০২৩ ৬:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী টলিউডের প্রথম সারির নায়িকা। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপের চরিত্রে অভিনয় করেছিলেন মিমি। মাত্র কয়েক বছরেই টলিউডের প্রথম সারিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর ঝুলিতে একাধিক হিট। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দিকেও তিনি বেশ সক্রিয়, ২০১৯ সালের লোকসভার নির্বাচনে দাঁড়িয়ে জিতেছেন তিনি। এখন লোকসভার সাংসদ মিমি চক্রবর্তী।

মিমি একদিন নিজেই জানালেন তাঁর প্রেমের কথা। সকলের সামনেই কবুল করেছেন। আসলে বলিউডের বাদশা শাহরুখকে খুবই ভালবাসেন এই অভিনেত্রী । অন্যান্যদের মতো তিনি নিজেও শাহরুখের নায়িকা হতে চান। তাই ‘পাঠান’-এর সাফল্যের পর শাহরুখের কাছে মিমি আবদার করেছিলেন, ‘পাঠান ২’-এর নায়িকার হওয়ার জন্যে। তখন জবাব মেলেনি। তবে এবার আরও একটি আবদার রাখলেন নায়িকা, এ বার মিমির সেই ইচ্ছেপূরণ করলেন বাদশা। সেটা কী? আসলে সোমবার ইডেন গার্ডেন্সে আইপিএলে পঞ্জাব সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে কেকেআর। তার আগেই মিমি শাহরুখের কাছে আব্দার করে বসলেন, কেকেআরের কাস্টমাইজড জার্সির জন্যে।

সাংসদের এমন ইচ্ছের কথা জানতে পেরেই শাহরুখের দল হাজির জার্সি নিয়ে। বেগুনি রঙের জার্সির উপর সোনালি হরফে লেখা মিমির নাম। ওই জার্সি হাতে এদিন নিজেই ইনস্টাগ্রামে ছবি দিলেন নায়িকা। এদিকে কেকেআরের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও একই ছবি পোস্ট করে লেখা হয়, ‘দারুণ লাগছে মিমি।’ তাহলে কী, সোমবার এই পোশাকেই ম্যাচ দেখতে যাবেন নায়িকা? সেটাই দেখার পালা।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ