প্রথমবার ‘বেবি বাম্প’ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তবে এঔ অভিনেত্রীর সন্তানের বাবা কে তা এখন ও জানা যায় নি।
দিন কয়েক আগেই বোনের দেওয়া কেক কেটে মাতৃত্ব উদযাপন করেছেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে গর্ভাবস্থার কততম পর্যায়ে রয়েছেন অভিনেত্রী, নিজেই জানালেন। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে ভাগ করে নিলেন তাঁর ক্রমবর্ধমান বেবি বাম্পের ছবি। ইলিয়ানা, বুধবার রাতে, তাঁর জীবন ইদানীং কেমন কাটছে তাঁর একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
ভিডিওর প্রথম স্লাইডে একটি শিশুর পোশাকের ছবি ছিল, এবং মায়ের একটি নেকলেস পরেছিলেন বরফি অভিনেতা। ক্যাপশনে লিখেছিলেন, শীঘ্রই আসছে। আমার ছোট্ট প্রিয়তমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না।ইলিয়ানা গর্ভধারণের কথা প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছেন তিন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :