গত ২৩ মার্চ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন শাকিব খান। শাকিব খানের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করার পর চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। বুধবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব এ আদেশ দেন। শুনানিতে শাকিব খান নিজে অনুপস্থিত ছিলেন।
গত ২৭ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়েত শাকিবের জবানবন্দি রেকর্ড করেন, অভিযোগ আমলে নেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, ট্রাইব্যুনাল পিবিআইকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গত ১৩ এপ্রিল কটূক্তি করার অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন রহমত উল্লাহ। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :