patrika71
ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

শিশু-কিশোরদের খেলা করা গাড়িতে সায়মন

বিনোদন ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক। নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার। 

সম্প্রতি ঈদের ছুটিতে নিজ গ্রাম কিশোরগঞ্জে বেড়াতে গেছেন সায়মন সাদিক। সেখানে বাবা-মা ও তার বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপন করেন। ঈদের সেই ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন সাইমন। এবারের ঈদেও বাড়িতে গিয়ে তিনি অনেক আনন্দ করেছেন। সে ছবি তিনি তার ফেসবুকেও পোস্ট করেছেন।

এর মধ্য থেকে একটি ছবি বেশ ভারইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, বিয়ারিং দিয়ে তৈরি শিশু-কিশোরদের খেলা করা গাড়িতে তিনি চড়ছেন। এ ছবি পোস্ট করে সাইমন সাদিক লেখেন বিয়ারিং চালিত গাড়ি! আহারে শৈশব, তুমি ফিরে আসো’।

এ ছবিতে সাইমনের অনেক ভক্ত-অনুরাগী মন্তব্য করছেন। এর মধ্যে অভিনেত্রী মনিরা মিঠু মন্তব্য করেন আহারে ভাই, শৈশব কৈশোর খুঁজতে নেই। বুক হাহাকার করে ওঠেরে সাইমন সাদিক।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ