অদম্য এক তরুণের পথচলা


জেলা প্রতিনিধি, পিরোজপুর প্রকাশের সময় : ২৭/০৪/২০২৩, ৭:২৫ পূর্বাহ্ণ /
অদম্য এক তরুণের পথচলা

মাসরুর চৌধুরী বই লিখে বর্তমান তরুণ সমাজকে এক অন্যরকম পৃথিবীর স্বাদ দিতে চান। সবার মতো সফলতা দেখে বই লেখাকে আপন করে নেননি তিনি বরঞ্চ নিজের বাবার স্বপ্নগুলোকে আগুনে পুড়তে দেখেই লেখা শুরু করেন তিনি। তার বাবা “মো. মেছবাহুল ইসলাম চৌধুরী ” লিখেছিলেন কবিতা, গল্প ও গান কিন্তু এক অনাকাঙ্ক্ষিত বিপদে সব পুড়ে যায়। সেই পুড়ানো স্বপ্নই মাসরুর চৌধুরী মীদকেজেগে ওঠার অনুপ্রেরণা জাগায়। ২০১৬ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি “বিদ্যালয়” নামের একটি কবিতা লেখেন যা শুধু একটি কবিতা নয় বরঞ্চ কিশোরমনে ফুটে ওঠা বিদ্যালয়ের প্রতি ভালোবাসা, অভিযোগ, স্নেই এবং পরিবর্তনের একটি নতুন মোড়। কবিতাটি তখন “কিশোর আলো” তে প্রকাশিত হয়েছিলো।

এভাবেই তিনি লেখালেখির জগতে পা রেখেছিলেন এবং এগিয়ে যাচ্ছিলেন অতি নিরবে। এরপরে কিছু বছর তিনি পড়াশুনার পাশাপাশি সামান্য লেখালেখিতে মনোযোগ দিতেন। তবে ২০২০ সালে করোনার কারণে পুরোপুরিভাবে বই লেখাতে মনোনিবেশ করেন তিনি। ২ বছর বাস্তব অভিজ্ঞতা, যুবসমাজের সমস্যা, অজানা রহস্য এবং সত্যের পথ খুঁজতে গিয়ে এসব নিয়ে ৪ টি বই লেখেন তিনি, যা অনলাইনের পাঠকসমাজে আলোড়ন তৈরি করে। তার লেখা এই চারটি বই গুগল, অ্যামাজন ও অ্যাপলসহ বড় বড় অনলাইন মাধ্যমের লেখকের দ্বারা প্রত্যয়িত। এমনকি তিনি গুগলের একজন ভেরিফাইড লেখক। তার লেখাগুলো শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়, বরঞ্চ জীবনের সাথে সমতূল্য।

তিনি তার বইকে গড়ে তুলেছেন একজন যুবকের জীবনের মোড় হিসেবে। কিভাবে হোঁচট খেয়ে পড়ে যাওয়া থেকে উঠে দাড়াতে হয় তা তিনি সঠিকভাবে তার বইয়ে তুলে ধরেছেন। যে বয়সে ইংরেজীকে ভয় পায় সবাই ঠিক সেই বয়সে ইংরেজীতে বই লিখে নিজেকে সফলভাবে বহিঃবিশ্বে তুলে ধরেছেন তিনি। তার লেখা “Identity Changes” বইটি বাংলাদেশসহ বহিঃবিশ্বের সবার জন্য এক অনুপ্রেরণার নাম। শুধু একজন লেখক হিসেবে নয় বরঞ্চ অন্যরকম এক কল্পিত জগৎ এর প্রতিষ্ঠাতা হতে চান তিনি। মাত্র ১৮ বছর বয়সে এই পৃথিবীকে দিয়েছেন নতুন কিছু। শুধু এখানেই তার থেমে যাওয়া নয় বরঞ্চ নতুন নতুন আঙ্গিকে বাংলাদেশকে সাজাতে চান তিনি।

তার বই এবং জীবনী সম্পর্কে জানতে চাইলে মাসরুর চৌধুরী মীদ বলেন “বর্তমান যুবসমাজ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কারাগারে বন্দি রয়েছে এই কারাগার থেকে বের হওয়া বা এই কারাগারকেই নিজের প্রয়োজনে ব্যবহার করা একটি জরুরি বিষয়ে পরিণত হয়েছে। ঠিক এই জায়গা হতে নিজেকে পরিবর্তনের উদ্দেশ্যে লেখা আমার বইগুলো।

যেকোন বিষয়কে অর্জন করার কয়েক ধরনের পদ্ধতি রয়েছে, নিজের পছন্দের সাথে তাল মিলিয়ে এগিয়ে চললে সফলতায় ওঠার পথ অনেক মসৃণ হয়। এই মসৃণ পথ গঠনের জন্য এক অন্যরকম কল্পিত পৃথিবীর অস্তিত্বে লেখা আমার এই বইগুলো। আমার বিশ্বাস সত্যের পথ খুজতে গেলেই সবাই জীবনের সঠিক মূল্য উপলব্ধি করতে পারবে। সঠিক পরিবর্তনের পথ চলাতেই আমার এই বইসমূহ যা একজনের স্বপ্নের পুনঃজাগরনের পথকে সহজ করবে।

পত্রিকা একাত্তর/ নাহিদ