কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরীমনি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৪/০৪/২০২৩, ৭:২৫ পূর্বাহ্ণ /
কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ভারত কলকাতার আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। পরীমনির হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

এদিকে এ বছর ‘বছরের বেস্ট’-এ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋত্বিক চক্রবর্তী। বাংলাভাষী মানুষদের মধ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বছরজুড়ে সাফল্যে যারা নজর কাড়েন, প্রতি বছর ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে তাদেরই পুরস্কৃত করে আনন্দবাজার অনলাইন। শিক্ষা, প্রযুক্তিতে, বিজ্ঞান, বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের কৃতী ১০ জনকে দেয়া হয় এই পুরস্কার।

শনিবার সংবাদমাধ্যমটির এ প্রতিবেদনে জানানো হয়, পুরস্কার নিতে মঞ্চে উঠে অভিনেত্রীর মত, চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। তার কথায়, দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ