আজ ১৭ এপ্রিল অনন্ত জলিলের জন্মদিন। অনন্ত জলিলের জন্ম মুন্সিগঞ্জ জেলায়। পুরো নাম এম.এ জলিল অনন্ত। পাঁচ বছর বয়সে মাকে হারিয়ে বড় হয়েছেন বাবার আদর স্নেহে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। ১৯৯৯ সালে এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে একজন সফল ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে ‘খোঁজ-দ্যা সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল।
বরাবরের মতো প্রতি বছর এই দিনটিতে পরিবার, সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন নায়কের ভক্তরা।
তার জন্মদিন উপলক্ষে সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে নিজের আসন্ন সিনেমা ও নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। আনুষ্ঠানিকতা শেষে দুই ছেলেকে পাশে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন অনন্ত জলিল। এখানেই বাঁধে বিপত্তি।
কেক কেটে ছেলেদের খাইয়ে দেন অনন্ত জলিল। এরপর পরিচালক মোঃ ইকবালকে কেক খাওয়াতে গেলে তিনি অনন্ত জলিলের মুখে কেক তুলে দেন।
অনন্ত জলিল কেক খেতে খেতেই সাংবাদিকদের উদ্দেশে বলেন, আসুন আপনাদেরকে কেক খাইয়ে দেই। তখন সাংবাদিকদের পক্ষ থেকে জবাব আসে, আমরা রোজা। সে সময় অনন্ত জলিলের মনে পড়ে তিনিও রোজা রেখেছেন। মূলত ভুলবশত কেক খেয়ে ফেলেন নায়ক। ইতিমধ্যে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
এবার ঈদে বর্ষাকে নিয়ে অনন্ত হাজির হচ্ছেন ‘কিল হিম’ নিয়ে। ‘কিল হিম’ হচ্ছে অনন্তর নিজস্ব প্রযোজনারই বাইরে প্রথম সিনেমা। এর পরিচালক ও প্রযোজক মো. ইকবাল। ১৩ এপ্রিল রাত ৮টায় এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘কিল হিম’ সিনেমার টিজার প্রকাশ করা হয়। পোস্ট দেওয়া হয় ফেসবুকে অনন্ত ভেরিফায়েড পেজে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :