দেশের নারী ফুটবলারদের মধ্যে অন্যতম আলোচিত একটি না সানজিদা আক্তার। তিনি শুধু ফুটবলেই নাম করেননি। তার রয়েছে আরও অনেক প্রতিভা। ফুটবল পায়ে দর্শকদের তো আনন্দ দেন-ই, বিজ্ঞাপনে মডেল হয়েও অনেক সুনাম অর্জন করেছেন সানজিদা। কয়েকটি বিজ্ঞাপনে মডেলিং হলেও খেলার স্বার্থে এখন পর্যন্ত নাটকে অভিনয়ে সম্মতি দেননি ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের এই ফুটবলার।
অনেকদিন পর আবার বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে সানজিদাকে। এবার একটি মোবাইলের বিজ্ঞাপনে মডেলিং করেছেন দেশের নারী ফুটবলে ‘এসএ সেভেন’ হিসেবে পরিচিত সানজিদা আক্তার।
‘রিয়ালমি বাজারে এনেছে চ্যাম্পিয়ন রিয়ালমি সি ফাইভ ভাইভ স্মার্ট মোবাইল। এই মোবাইলের বিজ্ঞাপনে মডেল হয়েছি আমি। কিছুদিন আগে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিজ্ঞাপনের শ্যুটিং হয়েছে’- গণমাধ্যমকে জানিয়েছেন সানজিদা আক্তার।
সানজিদা বলেন, আগে আমি দুটি বিজ্ঞাপনে মডেলিং করেছি। এ নিয়ে তিনটি বিজ্ঞাপন হলো আমার। এ ছাড়াও টুকটাক অনেক কাজ করেছি। অনেক নাটকেও অফার আসছে। কিন্তু নাটকে অভিনয় করার মতো সুযোগ নেই, সময় নেই, ইচ্ছাও নেই।
সানজিদা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-র অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। লেখাপড়াতে ভীষণ ভালো তিনি। সানজিদা আক্তার ২০০১ সালে জন্মগ্রহণ করেন। তিনি বসুন্ধরা কিংস মহিলা দলে এবং বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে মিডফিল্ডার হিসাবে খেলেন।
পত্রিকা একাত্তর/মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :