ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি মা হয়েছেন। ছেলে হওয়ার পর এখন তার সঙ্গে সময় কাটছে মাহির। কিন্তুু সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয়ে নিজের মতামত তুলে ধরেন এ নায়িকা। এবার লিখলেন এক খোলা চিঠি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা লেখেন, “খোলা চিঠি”
এই যেমন ধরো আমার মাথা ব্যাথা করছে অথবা জ্বর, ঠান্ডা , নইলে খুব টায়ার্ড লাগছে এই সমস্ত জিনিস কারো সাথে শেয়ার করতেও আমার ভীষন আনইজি লাগে।আমি কোন কারনে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার তুমিতো জানই।
কিন্তু আজকে তোমাকে জড়ায় ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে – আমারনা শরীরটা খুব খারাপ লাগছে , খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যাথা তো আবার কোমর ব্যাথা , এক্স্যাট যে কি সমস্যা সেটাও বুঝতে পারছিনা।শুধু এইটুক বুঝতে পারছি আমার ভীষন ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার।যে ভালোবাসা আমাকে কিচ্ছা শুনাতে শুনাতে ঘুম পাড়াবে , মাথায় হাত বুলিয়ে দিবে , আমার ব্যাথাগুলো সেও অনুভব করবে ।
উল্লেখ্য, মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ