patrika71
ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পিঁড়িতে সংগীতশিল্পী ঐশী

বিনোদন ডেস্ক
এপ্রিল ৪, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। ঐশী এক্সপ্রেস যেন দুরন্ত গতিতে এগিয়েই চলছে!

মাত্র ৮ বছরের ক্যারিয়ারে দেশের জনপ্রিয় শিল্পীদের কাতারে নাম লিখিয়েছেন ঐশী। কিছুদিন আগেই সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সংগীতশিল্পীর পাশাপাশি তিনি একজন চিকিৎসক। গত বছর শিক্ষা জীবন শেষ করে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউ’র মেডিকেল অফিসার হিসেবে কাজও শুরু করেছেন তিনি। এবার জীবনের নতু্ন অধ্যায় শুরু করছেন ঐশী, বসছেন বিয়ের পিঁড়িতে।

গতকাল রোববার রাতে হয়ে গেল তার নতুন জীবনের প্রাথমিক সূত্রপাত তথা আংটিবদল। সুখবরটি নিশ্চিত করেছেন ঐশীর মা নাসিমা মান্নান।

তিনি জানান, চিকিৎসক ও শিল্পী ঐশীর হবু বরের নাম শাকিব। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রোববার রাতে হয়ে যায় আংটিবদলের আনুষ্ঠানিকতা। ওদের পরিচয় ছিল দুই আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবেই অনেকটা হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।

কবে নাগাদ বিয়ের বাঁশি বাজছে? এমন প্রশ্নের জবাবে নাসিমা মান্নান জানান, ঈদের পরের দিন-তারিখ চূড়ান্ত হবে। সবাইকে জানানো হবে।

সম্প্রতি ঐশী পর পর দুটি হিট গান উপহার দেন তার ভক্তদের। এর একটি ‘দুষ্টু পোলাপাইন’, অন্যটি ‘গাড়ির ম্যাকানিক’। গান দুটিতে যথাক্রমে মডেল হন বলিউডের দুই নায়িকা সানি লিওনি ও ওয়ারিনা হুসাইন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ