নতুন প্রেমে পড়েছেন পপ তারকা সেলেনা গোমেজ


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০১/০৪/২০২৩, ১২:২২ পূর্বাহ্ণ /
নতুন প্রেমে পড়েছেন পপ তারকা সেলেনা গোমেজ

জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ আবারো নতুন করে প্রেমে মজেছেন! সাম্প্রতিক প্রতিবেদন অন্তত সেটাই বলছে। থমকে থাকা জীবনে আবার প্রেম খুঁজে পেয়েছেন গায়িকা।

নিউ ইয়র্কের একটি রেস্তরাঁয় সেলিনা-জইন’কে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে, শুধু তাই নয়, একে অপরের ঠোঁটে ঠোঁট করে চুমু খেতেও দেখা গিয়েছে দুই তারকাকে, তারপরেই জল্পনা শুরু। এবার আসল সত্যিটা সামনে আনলেন জইনের বোন। দাদার ‘লভ লাইফের’ পর্দা ফাঁস করলেন সাফা আজাদ মালিক।

না সরাসরি মুখ খোলেননি, তবে কিছুটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যা রটেছে তার কিছুতো ঘটেছে। সম্প্রতি দাদার সঙ্গে সেলিনার এই প্রেমের জল্পনার মাঝে তিনি হবু বৌদির একটি ছবি পোস্ট করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেলিনা গোমজ-এর একটি বিকিনি পরা ছবি শেয়ার করেছেন সাফা। তারপরেই নেটবাসীদের অনুমান জল্পনাই সত্যিই জইনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন সেলিনা।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ