বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সাথে প্রেমের গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার রাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছে বলিউড পাড়ায়৷ জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন সুনীল শেট্টির ছেলে অহন শেট্টির বান্ধবী তানিয়া শ্রুফ। সেখানেই এসেছিলেন অনন্যা পাণ্ডে, অগস্ত্য নন্দা, সুহানা খানরা। সেই ভিডিওতে দেখা গিয়েছে, জন্মদিনের পার্টি শেষ হওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসছেন সুহানা। তাঁকে গাড়ি অবধি ছাড়তে আসতে দেখা যায় অগস্ত্যকে। এরপর সুহানা গাড়িতে উঠে পড়তেই অগস্ত্য তাঁর উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দেন।
সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সুহানা ও অগস্ত্যর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। শাহরুখ কন্যার উদ্দেশে যেভাবে অগস্ত্যকে চুমু ছুড়তে দেখা গিয়েছে ওই ভিডিও ক্লিপে, তাতে প্রেমের গুঞ্জন বেশ ভালই জমে উঠেছে। তবে এ সম্পর্ক সত্যিই প্রেমের নাকি একসঙ্গে কাজের জন্য গভীর বন্ধুত্বের, তা খোলসা করেননি কেউই।
উল্লেখ্য, জোয়া আখতারের পরবর্তী ছবি ‘দ্য আর্চিস’-এ একসঙ্গেই অভিনয় করতে দেখা যাবে সুহানা-অগস্ত্যকে। সেখান থেকে দুজনের সম্পর্ক আরও এগিয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :