বলিউডের কিং শাহরুখ খান। দীর্ঘ বিরতির পর রুপালি পর্দায় ফিরেই বাজিমাত করলেন তিনি। সম্প্রতি শাহরুখ খানের পাঠান সিনেমা মুক্তি পেয়েছিল। মুক্তির পর বিশ্বজুড়ে হাজার কোটিরও বেশি টাকা আয় করেছে সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন সিনেমা ‘পাঠান’। সিনেমার এমন সাফল্য সেলিব্রেট করতে ‘রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ’ কিনেছেন কিং খান। নতুন গাড়িটির বাজারমূল্য ১০ কোটি টাকা! ভারতে রোলস রয়েস-এর যেসব মডেলের গাড়ি বিক্রি হয়, তার মধ্যে শাহরুখের গাড়িটির দাম সব থেকে বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানাগেছে , শাহরুখের বাড়ি মান্নাতের গ্যারেজে অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্চসহ আরও কয়েকটি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির সঙ্গে এবার যুক্ত হলো আরও একটি আলিশান গাড়ি ‘রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ’।
শাহরুখ খান ১০ কোটি দামের ব্র্যান্ড নিউ গাড়িটি নিজেকে নিজেই উপহার দিয়েছেন।
জানা যায়, নিজের মতো করেই গাড়িটিকে কাস্টোমাইজ করেছেন কিং খান। এদিকে সম্প্রতি শাহরুখের ফ্যান ক্লাবের পেইজে পোস্ট করা আলিশান গাড়িটি মান্নাতে ঢোকার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ০৫৫৫ নম্বর লাগানো ব্র্যান্ড নিউ রোলস রয়েস কুলিনান চালিয়ে মান্নাতে প্রবেশ করছেন পাঠান হিরো শাহরুখ খান।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ