বলিউড জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়ার অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভালো অভিনয় করা সত্ত্বেও গ্ল্যামার দুনিয়ায় টিকে থাকার লড়াইয়ে কোথায় যেন হারিয়ে গেলেন এই দক্ষ অভিনেত্রী। কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলে থাকেন আজকের গ্ল্যামার জগতে শুধুমাত্র ভালো অভিনয় দিয়ে টিকে থাকা যায় না। এক্ষেত্রে পরিণীতিকে পিছিয়ে দিয়েছে তাঁর অপেক্ষাকৃত মোটা চেহারা। নায়িকা সুলভ মারকাটারি জিরো ফিগার ছাড়া দর্শকদের মন জয় করা সম্ভব হচ্ছে না পরিনীতির পক্ষে।
সম্প্রতি বলিপাড়ায় শোনা যাচ্ছে পরিণীতি চোপড়া নাকি প্রেম করছেন আপ-নেতা রাঘব চাড্ডার সাথে। খুব শিগগিরিই নাকি রাঘব-পরিণীতির চার হাত এক হতে চলেছে।
সম্প্রতি জুচিকে এক রেস্তরাঁয় খোশমেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছে। এরপরই আবার ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে। যা দেখে-শুনে দুয়ে দুয়ে চার করতে ছাড়েনি নেটপাড়া। বিয়ের পোশাক বাছতেই নাকি অভিনেত্রী হাজির হয়েছিলেন মণীশের স্টুডিওতে এমন গুঞ্জন সর্বত্র। অন্যদিকে, সুদর্শন যুবনেতা রাঘব চাড্ডার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তবে পরিণীতির সঙ্গে রাঘবের বিয়ের জল্পনায় বেশ খুশি অনুরাগীরা। তাঁদের মন্তব্য, দিব্যি মানিয়েছে দুজনকে। কিন্তু অভিনেত্রী কী বলছেন?
এবার পরিণীতি চোপড়াকে নাগালে পেতেই পাপ্পারাজিরা ঘিরে ধরলেন। মুম্বই বিমানবন্দরে বিয়ে নিয়ে অজস্র প্রশ্নের মুখে পড়তে হল নায়িকাকে। এদিকে আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের কথা শুনেই লজ্জায় লাল হলেন পরিণীতি চোপড়া। ম্যাম, যে খবর শোনা যাচ্ছে, সেটা কি সত্যি? বিয়ে পাকা? … পাপ্পারাজিদের তরফে এহেন প্রশ্নের মুখে পড়ে লজ্জায় পান পরিণীতি। উত্তরে শুধু বললেন, হুমম? নায়িকার কাছ থেকে কোনওরকম সদুত্তর না পেয়ে আবার যখন পাপ্পারাজিরা প্রশ্ন ছোঁড়েন, তখন পরিণীতির জবাব, ধন্যবাদ। শুভরাত্রি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :