patrika71
ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

চাচার বাড়ি থেকে জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
মার্চ ৩০, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী সুচিস্মিতা গুরুর মরদেহ তার চাচার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।সোমবার বিকেলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

অভিনেত্রীর চাচার বাড়ি ভারতের ওড়িশা রাজ্যের বলাঙ্গির জেলায়। সুচিস্মিতা হলেন সোনপুর জেলার। তবে সুচিস্মিতা তার পরিবারের সঙ্গে বলাঙ্গির তালপালিতে থাকতেন।

সম্প্রতি তিনি তার সেই চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানেই তার মৃতদেহ পাওয়া যায়। বলাঙ্গির টাউন পুলিশ সুচিস্মিতা মরদেহ উদ্ধার করে। এরপর পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের পক্ষ হতে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। এই রহস্যজনক মৃত্যুর পেছনে কোনো না কোন কারণ থাকতে পারে। কেন তিনি হঠাৎ এমন পদক্ষেপ নিলেন, সেই কারণ জানার জন্য জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তবে পুলিশ প্রাথমিক ধারণা করছে, অভিনেত্রীর সঙ্গে হয়তো প্রেমের সম্পর্ক ছিল। তার বাড়ির লোক হয়তো সেটা মেনে নেয়নি। আর সেকারণে অভিনেত্রী এমন পদক্ষেপ নেয়। তবে মৃত্যুর সঠিক কারণ সেটা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ