বন্ধু-বান্ধবদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেন – রাখি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৯/০৩/২০২৩, ১০:২৩ পূর্বাহ্ণ /
বন্ধু-বান্ধবদের নিয়ে  ইফতার পার্টির আয়োজন করেন – রাখি

ভারতীয় মিডিয়ার আলোচিত ড্রামা কুইন রাখি সাওয়ান্ত স্বামী আদিলের সঙ্গে দূরত্ব তৈরির পর থেকে বিভিন্ন ধরনের কাজ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকছেন। ২০২৩ সালে জীবনের প্রথম রোজা পালনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রাখি সাওয়ান্ত। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার প্রথম রোজা। সঙ্গে আদিল দুরানির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছিলেন রাখি সাওয়ান্ত। যা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা এখনও চলছে।

শনিবার (২৫ মার্চ) রোজা রেখে কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে নিজ বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেন এই অভিনেত্রী। সামনে থালায় সাজানো ফল ও অন্যান্য খাবার। সবার সঙ্গে ইফতারের আগে দুই হাত তুলে মোনাজাত করে সবার জন্য দোয়া প্রার্থনা করেন রাখি।

ইফতার পার্টিতে হিজাব পরেছিলেন রাখি সাওয়ান্ত আর সেই হিজাব বাতাসে মাঝে মাঝে উড়ে যেতে চাইলে অভিনেত্রী তা টেনে বার বার ঠিক করে নেন। বাতাসে হিজাব উড়ে যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেলে নেটিজনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন।

একজন নেটিজন বলেন, ‘এত কিছুর আয়োজন করলেন ঠিকই, এটা কি লোক দেখানো নাকি সত্যি সত্যি। হিজাব পরেছেন ঠিকই কিন্তু এটা কিভাবে সামলাতে হয় সেটা আপনাকে শিখতে হবে আগে’।

অন্য এক নেটিজেন লিখেছেন, ‘উনি তো কখনো খ্রিষ্টান হয়ে যান, আবার কখনো মুসলিম। যেটা করে সুখী থাকেন। যাই করুক হৃদয়টা পরিষ্কার থাক। সব নাটক এক রকম। শুধু নাটকীয়তার ধরনটা আলাদা।’

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ