ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন এ অভিনেতা। এরই ধারাবাহিকতায় এবার নিজের ফেসবুকে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে লিখলেন ওমর সানী।
সোমবার (২৭ মার্চ) দুপুরে ফেসবুক পোস্টে সানি লিখেছেন, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে। প্রায় শতকরা ৮০ ভাগ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের (ওমর সানি-মৌসুমী)। কিন্তু যাইনি, যখন ফিল করব যাওয়া উচিত, তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, কিন্তু তারপরও বলবো অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।
১৯৯২ সালে নুর হোসেন বলাইর এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি।
পরবর্তীতে ২০০৩ সালে শাকিব খান অভিনীত ওরা দালাল চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। খলনায়ক হিসেবেও ওমর সানী সফলতা পান।
১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে রয়েছে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ