ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলেকে রেডি করে দিচ্ছেন অপু বিশ্বাস। এ সময় আপন মনে জাতীয় সংগীত গাইছে জয়। এরপর ছেলের কপালে চুমু দিয়ে তার হাত ধরে হাঁটতে থাকেন নায়িকা। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে অপু বিশ্বাসের কণ্ঠে শোনা যাচ্ছে, স্বাধীনতা মানে লিখতে পারি, বলতে পারি কথা। স্বাধীনতা মানে লাল-সবুজের একখানই পতাকা। তুমি আমার দেশ, তুমি আমার অহংকার। তোমায় কী ভুলিতে পারি, আমার প্রিয় জন্মভূমি।
সবশেষে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে জয়। তার ভাষ্য, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভিডিওর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, লাল-সবুজ পতাকা আঁকা থাকুক আমাদের অস্তিত্বজুড়ে। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ