ভোজপুরি সিনেমার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আকাঙ্খা দুবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বেনারসের সারনাথের এক হোটেল রুমে তিনি আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে যে আত্মঘাতী হওয়ার একমাস আগেই অভিনেত্রী তাঁর প্রেমের সম্পর্কে শিলমোহর দেন। ভ্যালেন্টাইন্স ডে-এর দিনই আকাঙ্খা তাঁর সহ-অভিনেতা সমীর সিংয়ের সঙ্গে ছবি দিয়ে ভ্যালেন্টাইন্স ডে-এর শুভেচ্ছা জানান। ভোজপুরি ইন্ডাস্ট্রির খুবই পরিচিত মুখ ছিলেন আকাঙ্খা। অভিনেত্রী ভাদোহি জেলার চৌরি থানার অন্তর্গত পারসিপুরের বাসিন্দা ছিলেন পুলিশ ধারণা, অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে আত্মহত্যা করেছেন।
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
১৭ বছর বয়সেই আকাঙ্খা ভোজপুরি সিনেমায় পা রেখেছিলেন। এখানে তিনি পরিচালক আশী তিওয়ারির সঙ্গে বেশ কিছু সিনেমা করেছিলেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ