নতুন প্রজন্মের মডেল অভিনেত্রী তানহা তাসনিয়া। খুব অল্প সময়ের মধ্যেই বিনোদন দুনিয়ায় নিজের আসন পাকাপোক্ত করেছেন। মায়াবী চেহারার মিষ্টি মেয়ে তানহা। কথা বললে চোখে মুখে হাসির ঝিলিক খেলে যায়। এ হাসি যে কারো হৃদয় রাজ্য জয় করে নিতে সক্ষম।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন তানহা তাসনিয়া।আজ ২৬ শে মার্চ তার জন্মদিন পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
চিত্রনায়িকা তানহা তাসনিয়া অভিষেক হয় রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্র দিয়ে।চলচ্চিত্রটিতে তিনি নিরবের বিপরীতে অভিনয় করেন। ২০১৬ সালে তার অভিনীত আরেকটি চলচ্চিত্র ধূমকেতু মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ২০১৮ সালে তানহা তাসনিয়া অভিনীত চলচ্চিত্র ভালো থেকো মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করেছিলেন আরেফিন শুভ ও আসিফ ইমরোজর বিপরীতে।বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছেন তিনি।
অভিনয় ছাড়াও তিনি বঙ্গজ বিস্কুট, সুরেশ খাঁটি সরিষার তেল, প্রাণ স্টিক বিস্কুট, এলিট স্পট ক্রিম, শাপলা থ্রি পিস, আরএফএল র্যাক ও ভাসাভি ফ্যাশন হাউজের বিজ্ঞাপনে কাজ করেছেন। একটি গল্প ছিল ও তুমি নামে কেউ নেই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সিনেমার পাশাপাশি এখন কাজ করছেন নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ