রুক্মীনী হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রীও মডেল। তিনি বিভিন্ন আঞ্চলিক,জাতীয়,আন্তর্জাতিক, ম্যগাজিনের অতি পরিচিত মুখ।চ্যাম্প সিনেমায় অভিনেতা দেবের সাথে জুটিবেঁধে তিনি অভিনয় করেন।মূলত এই সিনেমার মাধ্যমেই তিনি টলিউডে ডেবিউ করেন। বর্তমানে তিনি টালিগঞ্জ এর এক প্রতিষ্ঠিত অভিনেত্রী।
ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ শ্যুটিং শুরু হয়েছে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবির। কিন্তু এক মাসের মাথাতেই বন্ধ করতে হল শ্যুটিং। কিন্তু কেন?
যথাসময়ে শুটিং এগোচ্ছিল ঠিকভাবেই। তবে মাঝখান থেকে বাদ সাধল জ্বর। ধুম জ্বরে আক্রান্ত ‘নটি বিনোদিনী’র গোটা টিম। পরিচালক বাদে কাবু সকলেই। রুক্মিণী মৈত্রর শারীরিক পরিস্থিতি আরও সাংঘাতিক। গায়ে ১০৩ জ্বর। মাথা তুলতে পারছেন না। টিমের বাকি সকলেরও কম-বেশি তাই। ফলে বন্ধ করে দিতে হল ‘নটি বিনোদিনী’র শুটিং।
সোমবার পরিচালক রামকমল মুখোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছিলেন। ‘নটি বিনোদিনী’ টিমের সকলেরই দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি। রামকমল লিখলেন, “‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ টিম দ্রুত সেরে ওঠো। তোমরাই আমার যোদ্ধা। আর আমার বিশ্বাস তোমরা জলদি সুস্থ হয়ে উঠবেই। কস্টিউম, আর্ট ডিরেকশন থেকে মেকআপ-হেয়ার টিমের কলাকুশলীদের সিংহভাগই জ্বরে আক্রান্ত। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। দলের সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আবার শুটে ফিরুন। এটাই মন থেকে চাইছেন পরিচালক।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :