বিচ্ছেদের ঘোষণা করলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে। স্বামী পীযূষ পুরীর সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন অভিনেত্রী। জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, প্রায় এক বছর ধরে তাঁরা একসঙ্গে থাকছেন না। ২০০৩ সালে পীযূষের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শুভাঙ্গী। দুই বছর পর তাঁদের একটি কন্যাসন্তান হয়।
দীর্ঘ ১৯ বছরের সংসার ভেঙে গেলো এক বছর আলাদা থাকার পর বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন এই ভারতীয় অভিনেত্রী।
শুভাঙ্গি আত্রে বলেন, বিয়ের মূল ভিত্তি- পারস্পরিক সম্মান, সাহচার্য, বিশ্বাস এবং বন্ধুত্ব। আমরা আমাদের বিভেদ উপলদ্ধি করতে পেরেছি। কিন্তু সৃষ্ট মতানৈক্যর সমাধান করতে পারিনি। এক বছর আলাদা থেকেছি। দুজনেই বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। সর্বশেষ বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :