নয় বছর পর রং খেললেন স্বস্তিকা মুখোপাধ্যায়


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১২/০৩/২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ণ /
নয় বছর পর রং খেললেন স্বস্তিকা মুখোপাধ্যায়

বৃন্দাবনে প্রতিবছরই ধুমধাম করে হোলি পালন হয়। তাই স্বস্তিকা এবার দোল উদযাপনের জন্য সেই তীর্থক্ষেত্রকেই বেছে নিয়েছেন। নায়িকার সঙ্গে দেখা গেল তাঁর বেশ কজন বন্ধুবান্ধবকে। বছর খানেক বাদে হোলির আমেজে মেতে তিনি যে বেশ খুশি হয়েছেন, তা তাঁর চোখেমুখে ধরা পড়ল।

২০১৪ সাল থেকে দোলের রং গায়ে মাখেননি স্বস্তিকা মুখোপাধ্যায়। মাঝখানে নয়-নয়টা বছর পার হয়ে গিয়েছে। শেষমেশ অভিনেত্রীর জীবনে ধরা দিল বসন্ত। তবে কলকাতায় নয়, একেবারে বৃন্দাবনে গিয়ে দোল উদযাপনে মাতলেন স্বস্তিকা। সঙ্গী বন্ধুবান্ধব।

বৃন্দাবনের রঙিন মুহূর্তগুলো ভাগ করে নিলেন স্বস্তিকা। সেই ছবির ক্যাপশনেই অভিনেত্রী জানিয়েছেন যে, নয় বছর পর রং খেললেন তিনি।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ