ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলী এবার রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।বুবলীর বিপরীতে থাকছেন চিত্রনায়ক জিয়াউল রোশান।পরিচালক দেবাশীষ বিশ্বাস ‘তুমি যেখানে আমি সেখানে’ নামে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি তৈরি হবে।
নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, আমার সিনেমাটির প্রধান অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ হলেন নায়ক রোশান। সে এ সময়ের একজন জনপ্রিয় অভিনেতা। স্মার্ট ও ড্যাশিং। খুব বিনয়ী। আশা করছি ওর সাথে কাজের অভিজ্ঞতা দারুণ হবে।
রোশান বলেন, কমেডি সিনেমা করাটা ভীষণ কঠিন মনে হয় আমার কাছে। আর এ ধরনের ছবি বানানোতে সবচেয়ে পারদর্শী দেবাশীষ দাদা। অনেকদিন থেকেই দাদার সঙ্গে কথা হচ্ছিল যে আমরা এক সাথে কাজ করব। কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে সবকিছু মিলে গেল।
জানাগেছে, আগামী মে মাসে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। সামনে পূজায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা সংশ্লিষ্টদের।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ