সংগীতশিল্পী তাশরীফ খান নিজের গড়া ব্যান্ড ‘কুঁড়েঘর’সহ এরইমধ্যে নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। গত বছর বন্যা কবলিত সিলেট-সুনামগঞ্জসহ আরও কিছু এলাকার মানুষদের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসা কুড়ান তিনি। বিশেষ করে অনলাইনে ২ কোটির বেশি টাকা তুলে সিলেটে তার সাহায্য করার বিষয়টি দেশজুড়ে আলোড়ন তোলে।
তরুণ গায়ক তাশরীফ খান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তার মুখে দেখা দিয়েছে ‘ফেসিয়াল প্যারালাইসিস’ নামের এক অসুখ। বিষয়টি নিয়ে দুদিন আগেই সোশাল হ্যান্ডেলে জানিয়েছেন তাশরীফ।
মঙ্গলবার চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর তাশরীফ খান ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত একমাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনও গানের কাজই করতে পারবো না।
তাশরীফ আরোও বলেন, মুখের একপাশ কিছুটা বেঁকে গেছে। তিন দিন আগেই বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ