এ প্রজন্মের আলোচিত মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। দেশীয় শোবিজে তার আগমন ঘটেছিল সুন্দরী গায়িকা হিসেবে। সেই সুবাদে গান করেছেন। করেছেন মডেলিংও। এরপরেই তিনি আবির্ভূত হন চিত্রনায়িকা হিসেবে।
আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সুবাহর জন্মদিন। জন্মদিন উপলক্ষে আজ রাতে কাছের কিছু মানুষদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন।
সুবাহ বলেন, আজ আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের ভালো ভালো সিনেমা উপহার দিতে পারি। সামনে ভালো কিছু সিনেমা মুক্তি পাবে, আপনারা হলে গিয়ে সিনেমাগুলো দেখবেন। দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ রইল
স্বল্প দিনের ক্যারিয়ারে কাজ করেছেন পাঁচটি চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় আছে দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’, ল মোহাম্মদ আসলামের ‘বদলা’ ও ‘সমাধান’, মান্নান গাজিপুরীর ‘মন বসেছে পড়ার টেবিলে’। হাতে রয়েছে জয় সরকারের ‘মতি বানু’।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ