ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি পুত্র শেহজাদকে নিয়ে ঢালিউড কিং সুপারস্টার শাকিব খানের বাড়িতে দেখা গেল বুবলীকে। ভালোবাসা দিবসের দুপুরে ছেলেকে কোলে নিয়ে বেশ কিছু ছবি নিজে ফেসবুক একাউন্টে প্রকাশ করেছেন। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, জায়গাটি শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাত-এ। ছবিগুলোতে দেখা যায়, শেহজাদ ও তার মা বুবলী লাল রঙা পোশাক পরে আছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলেকে জড়িয়ে ধরে ছবি পোষ্ট করেন বুবলি। ছবির ক্যাপশনে বুবলি লেখেন, ‘শুধু একটি দিন নয়, ভালোবাসাময় হোক প্রতিদিন। তবে একটি দিন রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায়, তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
শেহজাদকে নিয়ে ছবিগুলো পোস্ট দিয়ে বুবলী তার অনুসারীদের ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :