নতুন চলচ্চিত্রে চিত্রনায়িকা মৌ খান


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৭/০২/২০২৩, ৫:০৬ অপরাহ্ণ /
নতুন চলচ্চিত্রে চিত্রনায়িকা মৌ খান

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হলেন। সিনেমার নাম ‘ডিলিট’ । ছবিটি পরিচালনা করবেন সুজন বড়ুয়া। রোমান্টিক ফ্যান্টাসি গল্পে নির্মিত হবে ছবিটি। প্রযোজনায় থাকবে ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্ট।

মৌ খান বলেন, ‘ডিলিট’ সিনেমাটির গল্প ভীষণ চমৎকার। সব কিছু জেনেশুনে ভালো লেগেছে। এজন্য এতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। আমার বিশ্বাস কাজটি ভালো হবে।

সুজন বড়ুয়া জানান, গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়নি। নিউরোসায়েন্স ও মনস্তাত্ত্বিক অনেক বিষয় উঠে আসবে। দুই মাস ধরে তিনি এই গল্প ও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। সিনেমার নায়ক এখনো নিশ্চিত হয়নি। কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে। প্রথমসারীর কাউকে হয়তো নেয়া হবে।

খুব শিগগির নায়কসহ চূড়ান্ত শিল্পী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নির্মাতা সুজন বড়ুয়া।

আগামী এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। ঢাকা ও সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে চলবে দৃশ্যধারণের কাজ।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ