ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। তবে গত বছর বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। অভিনয় থেকেও নিয়েছিলেন বিরতি। তবে ধীরে ধীরে আরোগ্য লাভ করছেন সামান্থা।
সম্প্রতি আবার অভিনয়ে ফিরেছেন সামান্থা। তাঁর আসন্ন চলচ্চিত্রের শুটিংও শুরু করেছেন অভিনেত্রী। এরই মধ্যে তামিলনাড়ুর একটি মন্দিরে দেখা গেল অভিনেত্রীকে।
জানা গিয়েছে, তামিলনাড়ুর পালানি মুরুগান মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা বার দুটো নয় একটানা ৬০০ টা সিঁড়ি পায়ে হেঁটে উঠেছেন। বলা ভালো একপ্রকার নিজের জীবনকে বাজি রেখেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা। মন্দিরে অভিনেত্রীর কিছু ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে অভিনেত্রী সেখানে একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন তাঁর অভিনীত ‘জানু’ ছবির পরিচালক সি প্রেম কুমার। মন্দিরে অভিনেত্রীর কিছু ছবি ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। সামান্থার পরনে ছিল সাদা সালোয়ার-কামিজ।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ