১৭ দিনে ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান’


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৪/০২/২০২৩, ১১:১৯ পূর্বাহ্ণ /
১৭ দিনে ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান’

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’ মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। মুক্তির ১৭ দিন পরও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেই ঝড় তুলেছেন শাহরুখ।

বক্স অফিসের সূত্র অনুযায়ী ভারতীয় সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, ১৭ দিনে ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান’। ইয়াশ রাজ ফিল্মসের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী ৯০১ কোটি রুপি, আর ভারতে সিনেমাটি গ্রস আয় ৫৫৮ কোটি ৪০ লাখ রুপি। অন্যদিকে বিদেশে মোট ৩৪২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। অতীতের একাধিক নজির ভেঙে দিয়েছে শাহরুখের ছবি। ছবি মুক্তির ১৭ তম দিনে বিশ্বব্যাপী ছবির আয় প্রায় ৯০০ কোটি টাকা।

অনেকেই অনুমান করছেন, শীঘ্রই ১০০০ কোটির ক্লাবে পা রাখতে চলেছে পাঠান। হিন্দি চলচ্চিত্রে এই মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িকভাবে সফল ছবি হিসেবে জায়গা করে নিয়েছে পাঠান। আর কয়েকদিনের মধ্যেই বাহুবলী ২-এর সাফল্যকে ছাপিয়ে যাবে তা নিঃসন্দেহে ধরেই নেওয়া যায়।

পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এ ছাড়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ